জাতীয়লিড নিউজ

বাংলাদেশের নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

74views

বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখা হবে।

গত সোমবার (৬ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের জনগণের পাশে থাকবে? একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর পক্ষে কি যুক্তরাষ্ট্র থাকবে? এমন প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘এ বিষয় মনে রাখা জরুরি যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। তারা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখান না। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের মনোযোগ জানুয়ারির নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করে যাওয়া।’

বাংলাদেশের জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার জন্য সরকার, বিরোধী দল, সুশীল সমাজসহ অন্য অংশীজনদের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

Leave a Reply