জাতীয়লিড নিউজ

সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে

95views

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে আজ (১৫ নভেম্বর)। এ নিয়ে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণেই তিনি নির্বাচন সুষ্ঠু ও সফল করতে দেশবাসীর সহযোগিতা চাইবেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের তার ভাষণ সন্ধ্যায় ৭টায় সম্প্রচার করা হবে।

সিইসির ভাষণের আগে সংসদ নির্বাচনের সার্বিক প্রক্রিয়া ও ব্যবস্থাপনা নিয়ে বিকেল ৫টায় চূড়ান্ত বৈঠকে বসবে কমিশন। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্ভরযোগ্য সূত্র খবরের কাগজকে এসব তথ্য নিশ্চিত করেছে।

এদিকে তফসিল ঘোষণার বিষয়ে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাচন ভবনের সিইসির রুমে গতকাল মঙ্গলবার কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠক করতে দেখা গেছে। কমিশন সভা ও তফসিলের সব ধরনের প্রস্তুতি এগিয়ে নিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার হলো চলতি মাসের প্রথমার্ধের শেষ দিন। সেই হিসাব অনুযায়ী আজই তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছে ইসি। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানিও মঙ্গলবার থেকে বন্ধ রাখা হয়েছে।

 

এদিকে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক অনুষ্ঠানে বলেছেন, ‘আমাদের নির্বাচন ঘনিয়ে এসেছে। হয়তো দু’এক দিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ও সময় (তফসিল) ঘোষণা করবে। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। কাজেই জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে।’

 

তফসিল ঘোষণার ক্ষণ প্রসঙ্গে দুপুরে সংস্থাটির সচিব ও মুখপাত্র মো. জাহাংগীর আলমকে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে তার বক্তব্য ছিলো নাটকীয়। ইসি সচিব বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কখন, কীভাবে ঘোষণা হবে- এ বিষয় নিয়ে আগামীকাল (বুধবার) সকাল ১০টায় আপনাদের অবগত করব। আমি এখন পর্যন্ত কমিশন সভার কোনো নোটিশ হাতে পাইনি। তাই সেটা আগামীকালই আপনাদের জানাতে পারব।’

 

তফসিল ঘোষণা কি সরাসরি সম্প্রচার হবে, না আগে ধারণ করা- সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘আপনারা জানেন ৭০ এবং তার পরবর্তী যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার প্রত্যেকটি তফসিল প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে গোটা জাতি ও বিশ্বকে অবগত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।’

 

এদিকে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল- আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে সংলাপের বিষয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ বিষয়ে সচিবকে প্রশ্ন করা হয়- ডোনাল্ড লু’র পাঠানো চিঠি কী তফসিলে কোনো প্রভাব ফেলবে? উত্তরে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘অবশ্যই না। কোন প্রভাব পড়বে না। এর কারণ হিসেবে প্রথমত, এটা সংলাপের চিঠি কি না সে বিষয় কমিশন অবগত নয়। কারণ কমিশনের কাছে কোন ধরনের চিঠি আসেনি। নির্বাচন কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতায় আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছে সেভাবেই কাজ করবে’।

 

ইসির তফসিল ঘোষণার খবরে এরই মধ্যে বেশকিছু রাজনৈতিক দল তা প্রতিহত করতে চাচ্ছে। সেখানে নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় আপনারা বাড়তি কী ব্যবস্থা নিচ্ছেন- এই প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কমিশন বৈঠক করেছে। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেভাবেই সব ব্যবস্থা নেবেন আশা রাখছি।’

Leave a Reply