জাতীয়লিড নিউজ

৭ জানুয়ারি জাতীয় নির্বাচন

51views

আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তারিখ জানান তিনি।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি  সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী  প্রচারণা এবং ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার শুরু হয়।

এর আগে বিকেল ৫টায় নির্বাচন ভবনে সিইসির কক্ষে (রুম ৩০১) কমিশনের ২৬তম সভা হয়। সিইসির সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply