জাতীয়লিড নিউজ

সেনাবাহিনীর কাছে বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী পৌঁছে দিলো রানার্স এসোসিয়েটস

13views

মোঃ আরিফুর রহমান: বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে কাজ করছে চট্টগ্রামের রানার্স এসোসিয়েটস।

আজ শনিবার (৩১ আগস্ট) সকাল বেলায় ফেনীর অস্থায়ী আর্মি ক্যাম্পে সেনা কর্মকর্তাদের হাতে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় চট্টগ্রাম হালিশহরের রানার্স এসোসিয়েটসের সভাপতি মঈনুল কাদের নাবিল, সহ- সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, ত্রান বিষয়ক আহবায়ক সোহেল কবির চৌধুরী, সিনিয়র সদস্য এডভোকেট নুর ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য জাহিদ বিল্পব, প্রফেসর নুর মোহাম্মদ, মিজান চৌধুরী, মো: হোসেন সহ প্রমুখ

রানার্স এসোসিয়েটস সভাপতি মাইনুল কাদের নাবিল জানায় রানার্স এসোসিয়েটস একটি শরীরচর্চা, সামাজিক ও মানবিক সংগঠন। যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ সময় আসে তখনই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে এবার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি।

প্রসঙ্গত, লুঙ্গি, গামছা, ম্যাক্সি, ওড়না ও পেটিকোট , দুধ পাউডার, বিস্কিট, খেজুর, খাওয়ার স্যালাইনসহ প্রয়োজনীয় ঔষধ পণ্য রানার্স এসোসিয়েটসের পক্ষ থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

Leave a Reply