সারাদেশ

সোনাগাজীতে কৃষি প্রণোদনা, চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

70views

মোঃ ছালাহ্ উদ্দিন, ফেনী  :সোনাগাজীতে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় ৮ হাজার চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২ নভেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ স্মৃতিশোধ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌরমেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, আওয়ামীলীগ নেতা দীন মোহাম্মদ, শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ।

আমিরাবাদ ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র নাথের সঞ্চালনায় উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাহমুদ আলম টিপু, সফল কৃষক নুরুল আলম মিন্টু,
কৃষক আবু সাঈদ রুবেল, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণীসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply