সারাদেশ

রামগড়ে প্রায় দুইশ শিক্ষার্থী পেল শহর সমাজ সেবার অনুদান

70views

মোঃ মোজাম্মেল হোসাইন, রামগড় প্রতিনিধি: রামগড় শহর সমাজসেবা কার্যালয় হতে অনুদান পেল গরীব, মেধাবী, অসহায়, প্রতিবন্ধী প্রায় দুই শত  শিক্ষার্থী। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত উপজেলার ১৯০ শিক্ষার্থীদের প্রত্যেককে ২ হাজার টাকা করে এককালীন এ অনুদান দেয়া হয়। মঙ্গলবার (১৭ অক্টোবর) রামগড় সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল লতিফের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ অনুদানের অর্থ বিতরণ করা হয়।   রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, রামগড় কলেজের প্রভাষক মো: মনির হোসেন মমজুমদার, রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার প্রভাষক মো: আবুল কালাম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকার গরীব, মেধাবী শিক্ষার্থীদের এককালীন অনুদান দিচ্ছে। এই টাকা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ক্রয় কাজে ব্যয় করে তাদের শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মন দিয়ে লেখা পড়া করার পরামর্শ দেন তিনি। এসময় মেধাবী শিক্ষার্থীদের অনুদান দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠান শেষে রামগড় সরকারি কলেজের ১৭০ জন, রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার ২০ জন গরীব, মেধাবী শিক্ষার্থীকে এককালীন ২ হাজার করে  ৩ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়। শহর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত গরীব, মেধাবী, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply