বাণিজ্য

দুনিয়ার কারও বাজার নিয়ন্ত্রণ করার শক্তি নেই: পরিকল্পনামন্ত্রী

45views

বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট সবসময় অধরা থাকে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘দুনিয়াতে কারও বাজার নিয়ন্ত্রণ করার শক্তি নেই। বাজার নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করে। তবে হ্যাঁ, কিছু অনুষঙ্গ আছে যেমন, সাপ্লাই-ডিমান্ড এগুলোর তাত্ত্বিক বিশ্লেষণ করা যায়।’

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ মার্কেটার্স ইনস্টিটিউট আয়োজিত ‘বাংলাদেশ মার্কেটিং ডে’র অনুষ্ঠান মন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, একটা উদীয়মান অর্থনীতিতে সব সময় চাহিদা ও জোগানের মধ্যে অনেক পার্থক্য থাকে। স্থিতিশীল বুড়ো অর্থনীতিগুলোর বাজারে একটা ভারসাম্য আছে। উদীয়মান অর্থনীতিতে এই গ্যাপটা থাকবে। মাঝে মাঝে গ্যাপটা যখন বেশি হয় তখন ব্যথাটা বেশি অনুভূত হয়। আমরা স্বীকার করি এই মুহূর্তে ব্যথাটা বেশি আছে। গত মাসে সামান্য কমেছে। আমার বিশ্বাস এই মাসের শেষেও আরও সামান্য কমবে।

Leave a Reply