বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলের মৃত্যু ও ট্রলারসহ জেলেদের অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এক বিবৃতিতে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধের পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিয়ানমার সরকারের কাছে দাবি জানিয়েছে দলটি।
বিবৃতিতে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বুধবার দুপুরে বঙ্গোপসাগরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের মৌলভীর শিল নামের মোহনায় বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে গুলি করে মিয়ানমারের নৌবাহিনী। গুলিবর্ষণের এ ঘটনায় মুহাম্মাদ ওসমান নামে এক জেলে নিহত হওয়া ছাড়াও ৩ জন জেলে গুলিবিদ্ধ হন। একই সময় পাঁচটি ট্রলারসহ মিয়ানমার নৌবাহিনী জেলেদের অপহরণ করে নিয়ে যায় উল্লেখ করে বিবৃতিতে মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মুহাম্মদ ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক এ হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। মাওলানা রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ সবসময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব, মিয়ানমার সরকার সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।