সাহিত্য

পেঁয়াজের দামে

100views

 

পেঁয়াজের ঝাঁজে

মন বসে না কাজে

দামের কথা শুনলেই
আমি মরি লাজে।
কেন এত দামি হয়
পেয়াজ মাঝে মাঝে।

পেঁয়াজের ঝাঁজে
খরচার দাগ পড়েছে
জীবনের ভাঁজে।
বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা
কেন এত বাজে।
পেঁয়াজের ঝাঁজে
আধার নেমেছে আজ
জীবনের সাঁজে।

পেঁয়াজের দামে
চোখে অশ্রু নামে
শীতের মাঝেও আজ
মানুষ ভীষণ ঘামে
আর কত খাবো এসব
উন্নয়নের নামে
দাম কমাতে চিঠি লিখো
একটা হলুদ খামে
প্রাপক লিখো ডানে তুমি
প্রেরক লিখো বামে
হয়তো চিঠি পৌঁছবে না
অভিযোগের জ্যামে
পেঁয়াজের দামে
স্বাধহীন তরকারি
পাতিলের চামে।

 

লেখক:এফ আই ফিরোজী

Leave a Reply